সংযুক্ত আরব আমিরাতের উইকেটরক্ষক ব্যাটসম্যান গুলাম শাব্বিরকে ক্রিকেট থেকে ৪ বছরের জন্য নিষিদ𒅌্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুর্নীতি বিরোধী ৬ টি ধারা ভঙ্গের 🌄দায়ে তাকে এ শাস্তি দেয় আইসিসি।
২০১৯ সালে নেপালের ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্নীতির প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি প্রতিরোধী ইউনিটকে জানাননি𓂃 গুলাম শাব্বির। ফলে তিনি ভঙ্গ করেছেন ২.৪.৪, ২.৪.৫, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা। এরমধ্যে ২.৪.৪ ও ২.৪.৫ ধারাই দ🧔ুইবার করে ভঙ্গ করেছেন শাব্বির।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ‘শাব্বির সংযুক্ত আরব আমিরাতের হয়꧟ে ৪০ টি ম্যাচ খেলেছেন, তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার দায়িত্ব এ সম্পর্কে জ্ঞান থাকার কথা। তিনি কমপক্ষে ৩টি দুর্নীতি বিরোধী সেশনে অংশ নিয়েছেন। সেখানে ক্রিকেটারদের বলা হয়েছে যে, দুর্নীতিবাজদের থেকে কোনো ধরণের প্রস্তাব পেলে কি করতে হবে।’
শাব্বিরের ৪ বছরের নিষেধাজ🍰্ঞ💛া শেষ হবে ২০২৫ সালের ২০ আগস্ট।